আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৭ শিশুও। গতকাল মঙ্গলবার প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। অতিরিক্ত গতি ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে সম্প্রতি ফেরত পাঠানো আফগান শরণার্থীদের নিয়ে কাবুলে যাচ্ছিল একটি বাস। পথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি বার্তা সংস্থা এএফপিকে জানান, ইসলাম কালা সীমান্ত থেকে যাত্রীরা বাসে ওঠেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বিতাড়িত হয়ে ফিরছিলেন। এ দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বাসের অধিকাংশ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের দুই যাত্রী আর মোটরসাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন নয়। যুদ্ধবিধ্বস্ত দেশের ভাঙাচোরা সড়ক, হাইওয়েতে বেপরোয়া গাড়ি চালনা এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাব এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। গত ডিসেম্বরেও মধ্য আফগানিস্তানে দুটি পৃথক বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।
দুর্ঘটনার ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন ইরান থেকে বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠানো হচ্ছে। মাত্র এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি আফগান নাগরিক ‘নিজ ইচ্ছায় বা জোরপূর্বক’ আফগানিস্তানে ফিরে এসেছেন।
বিশেষ করে ইরান থেকে আফগানদের ফেরার সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। ইরানের দেওয়া এক নির্দেশনার কারণে আনুমানিক ৪০ লাখ অনিবন্ধিত আফগান নাগরিক প্রভাবিত হতে পারেন। তেহরানের দাবি, দেশটিতে প্রায় ৬০ লাখ আফগান নাগরিক বসবাস করছেন।
গত জুন মাসের মাঝামাঝি থেকে সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করা মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। কোনো কোনো দিন প্রায় ৪০ হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৪ লাখ ৪৯ হাজার ২১৫ জন আফগান ইরান থেকে ফিরেছেন। এর ফলে ২০২৪ সালে মোট প্রত্যাবর্তনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬ হাজার ৩২৬।
জাতিসংঘের হিসাবে, চলতি বছরেই ইতিমধ্যে প্রায় ১৪ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন বা জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। ইরানের সাম্প্রতিক নির্দেশনা প্রায় ৪০ লাখ অনথিভুক্ত আফগান নাগরিককে প্রভাবিত করতে পারে, যাদের বেশির ভাগই শ্রমজীবী শ্রেণির। তারা মূলত ইরানের বড় শহরগুলোতে নির্মাণ খাতে কম মজুরিতে কাজ করেন।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান তীব্র অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও মানবিক সংকটে ভুগছে। এর মধ্যে পাকিস্তান ও ইরান থেকে লাখো আফগানকে ফেরত আসতে হওয়ায় দেশটি এখন তাদের সামলানো ও একীভূত করার বড় চাপের মুখে পড়েছে। দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর এই প্রত্যাবর্তনের ঢল দেশটির মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১৭ শিশুও। গতকাল মঙ্গলবার প্রাদেশিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা। অতিরিক্ত গতি ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে সম্প্রতি ফেরত পাঠানো আফগান শরণার্থীদের নিয়ে কাবুলে যাচ্ছিল একটি বাস। পথে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
প্রাদেশিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি বার্তা সংস্থা এএফপিকে জানান, ইসলাম কালা সীমান্ত থেকে যাত্রীরা বাসে ওঠেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও নিশ্চিত করেছেন যে নিহতরা ইরান থেকে বিতাড়িত হয়ে ফিরছিলেন। এ দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বাসের অধিকাংশ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া ট্রাকের দুই যাত্রী আর মোটরসাইকেলের দুই আরোহীও নিহত হয়েছেন।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন নয়। যুদ্ধবিধ্বস্ত দেশের ভাঙাচোরা সড়ক, হাইওয়েতে বেপরোয়া গাড়ি চালনা এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাব এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী। গত ডিসেম্বরেও মধ্য আফগানিস্তানে দুটি পৃথক বাস দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।
দুর্ঘটনার ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন ইরান থেকে বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠানো হচ্ছে। মাত্র এক দিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা দেন, আগামী মার্চের মধ্যে আরও ৮ লাখ আফগানকে দেশ ছাড়তে হবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১৪ লাখেরও বেশি আফগান নাগরিক ‘নিজ ইচ্ছায় বা জোরপূর্বক’ আফগানিস্তানে ফিরে এসেছেন।
বিশেষ করে ইরান থেকে আফগানদের ফেরার সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। ইরানের দেওয়া এক নির্দেশনার কারণে আনুমানিক ৪০ লাখ অনিবন্ধিত আফগান নাগরিক প্রভাবিত হতে পারেন। তেহরানের দাবি, দেশটিতে প্রায় ৬০ লাখ আফগান নাগরিক বসবাস করছেন।
গত জুন মাসের মাঝামাঝি থেকে সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানে প্রবেশ করা মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। কোনো কোনো দিন প্রায় ৪০ হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে ৪ লাখ ৪৯ হাজার ২১৫ জন আফগান ইরান থেকে ফিরেছেন। এর ফলে ২০২৪ সালে মোট প্রত্যাবর্তনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬ হাজার ৩২৬।
জাতিসংঘের হিসাবে, চলতি বছরেই ইতিমধ্যে প্রায় ১৪ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন বা জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। ইরানের সাম্প্রতিক নির্দেশনা প্রায় ৪০ লাখ অনথিভুক্ত আফগান নাগরিককে প্রভাবিত করতে পারে, যাদের বেশির ভাগই শ্রমজীবী শ্রেণির। তারা মূলত ইরানের বড় শহরগুলোতে নির্মাণ খাতে কম মজুরিতে কাজ করেন।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান তীব্র অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও মানবিক সংকটে ভুগছে। এর মধ্যে পাকিস্তান ও ইরান থেকে লাখো আফগানকে ফেরত আসতে হওয়ায় দেশটি এখন তাদের সামলানো ও একীভূত করার বড় চাপের মুখে পড়েছে। দীর্ঘ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর এই প্রত্যাবর্তনের ঢল দেশটির মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৪ ঘণ্টা আগেদুই বছর যুদ্ধের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। সোমবার পর্যন্ত জারি থাকা ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্
৪ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে নিরস্ত্রীকরণ ‘অসম্ভব ও আলোচনাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন হামাসের এক কর্মকর্তা। আজ শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ‘অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না, এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।’
৫ ঘণ্টা আগেঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে