Ajker Patrika

কাবুলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সেনারা

কাবুলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সেনারা

আফগান ভূখণ্ডে অবস্থানরত দূতাবাসকর্মী ও নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য রাজধানী কাবুলে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনারা এসে পৌঁছেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও সেনা কাবুলে প্রবেশ করবে। 

এর আগে দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে সহায়তা করতে আফগানিস্তানে প্রায় ৩ হাজার সেনা পাঠানো হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, বিশেষ বিমানের মাধ্যমে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ দূতাবাসকর্মীকে ফিরিয়ে আনতে সেনা মোতায়েন করা হচ্ছে। 

প্রসঙ্গত, আফগানিস্তানের একের পর প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাচ্ছে। সর্বশেষ দক্ষিণাঞ্চলের যাবুল প্রদেশের রাজধানী কালাত দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এ পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। 

গত বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।  
 
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র।  
 
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত