Ajker Patrika

অস্ট্রেলিয়া-দ. কোরিয়ার মধ্যে ৭১ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ৫৮
অস্ট্রেলিয়া-দ. কোরিয়ার মধ্যে ৭১ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি

অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তি স্বাক্ষর করেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই চুক্তি অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো এশীয় দেশের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এ ছাড়া এই চুক্তি অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে নতুন করে ভাবনা বাড়াবে। 

এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার হানভা কোম্পানি অস্ট্রেলিয়ান আর্মিকে আর্টিলারি অস্ত্র, যুদ্ধযান ও রাডার সরবরাহ করবে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমি মনে করি কোরিয়ান প্রতিরক্ষা শিল্পের যথেষ্ট সক্ষমতা রয়েছে। নতুন প্রতিরক্ষা চুক্তি অস্ট্রেলিয়ায় ৩০০ জনের কাজের সুযোগ তৈরি করবে।’ 

স্কট মরিসন আরও বলেন, ‘এটি অস্ট্রেলিয়ার জন্য প্রতিরক্ষা শিল্পের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা আমাদের সার্বভৌম সক্ষমতা তৈরি করে চলেছি। এই যাত্রায় কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’ 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেন, তাঁর অস্ট্রেলিয়া পরিদর্শন কোরিয়ার জাতীয় স্বার্থ এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চীনের সঙ্গেও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীন উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

মুন জে ইন বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে বদ্ধপরিকর।’ 

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর মুন জে ইন প্রথম বিদেশি নেতা হিসেবে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় চার দিনের সফরে রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত