Ajker Patrika

অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে আগের সরকারের কিছু ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে আগের সরকারের কিছু ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ছাড়ার প্রায় দেড় মাস পর তালেবানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় আজ শনিবার থেকে শুরু হওয়া এ আলোচনা আগামীকাল রোববারও চলবে।

বৈঠকে বসার আগে আল জাজিরাকে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন জানান, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে যুক্তরাষ্ট্র আগের সরকারের কিছু ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছে। আমরা অন্তর্ভুক্তিমূলক সরকারই করব। তবে আফগান জনগণের চাওয়ার প্রতি আন্তর্জাতিক সমাজের সম্মান জানানো উচিত। তা ছাড়া মধ্যবর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকী তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলেও জানা তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা বিভাগ এবং ইউএসএইডের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এই আলোচনা সভায় অংশ নেবে। আলোচনায় যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন, দেশটিতে আটকা পড়া মার্কিন নাগরিক ও ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশ ত্যাগ এবং মানবাধিকার বিষয়ে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দোহা চুক্তির কারিগর জালমে খলিলজাদ মার্কিন প্রতিনিধি দলে থাকছে না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে পররাষ্ট্র বিভাগের উপবিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট, ইউএসএইডের সারাহ চার্লসের মতো ঝানু কর্মকর্তারা থাকছেন এই বৈঠকে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, তালেবানের সঙ্গে বৈঠকের অর্থ এই নয় যে, আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি। এ জন্য তাঁদের প্রমাণ দিতে হবে। তাদের কর্মসূচির-কর্মতৎপরতা বিবেচনা করে তাদের স্বীকৃতির বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করবে। তা ছাড়া গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে মাথায় রেখেই তালেবানের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তাঁরা।

তালেবান ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর লোকজন হত্যাকাণ্ডের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। তা ছাড়া রাজধানী কাবুলসহ বিভিন্ন প্রদেশে বোমা হামলা হচ্ছে। গতকাল শুক্রবার উত্তরাঞ্চলের প্রদেশে কুন্দুজের একটি মসজিদে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগ ধর্মীয়ভাবে শিয়া সম্প্রদায়ের লোক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত