Ajker Patrika

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে ১ আন্দোলনকারী নিহত, আহত ১৪ 

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে ১ আন্দোলনকারী নিহত, আহত ১৪ 

শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। মঙ্গলবার মধ্য শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশ চালালে এই হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে বর্তমানে দেশটি সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এর প্রতিবাদে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রতিবাদ-বিক্ষোভের ঝড় চলছে দেশটিতে। তবে এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কা পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা রাজধানী কলম্বো থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে রামবুক্কানায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেছেন, ‘বিক্ষোভকারীরা একটি রেলওয়ে ও সড়ক অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ তাদের সরে যেতে বললে তাঁরা পুলিশের সতর্কবার্তা উপেক্ষা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। বেশ কয়েকজন আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

থালডুয়া আরও বলেন, ‘আন্দোলনকারীরা পাথর ও অন্যান্য বস্তু নিক্ষেপ করছিল পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের ওপর তাজা গোলাবারুদ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। পুলিশ এখনো এলাকায় রয়েছে এবং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

কিগালি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মিহিরি প্রিয়াঙ্গানি বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে আনা হয়েছিল এবং এদের মধ্য একজন মারা গেছেন। তিনজনের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত