Ajker Patrika

৫০ যাত্রী নিয়ে নিখোঁজ রুশ উড়োজাহাজ, মিলল ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক
আমুর এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ মিলেছে বলে জানা গেছে। ছবি: আল-জাজিরা
আমুর এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ মিলেছে বলে জানা গেছে। ছবি: আল-জাজিরা

রাশিয়ার একটি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। পরে সেই যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া রুশ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাঠামোতে আগুন লাগার খবর পাওয়া গেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে পাওয়া গেছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে গন্তব্যের কাছাকাছি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে জরুরি পরিষেবা মন্ত্রণালয় আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন আরোহী বহনকারী একটি রুশ যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত