Ajker Patrika

দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিলেন জো বাইডেন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪: ২১
দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিলেন জো বাইডেন

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, দক্ষিণ কোরিয়ার এই পদক্ষেপ ইউক্রেনকে সমর্থন করার একটি শক্তিশালী বার্তা। 

এর আগে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করে দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার সিদ্ধান্ত নেয়। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গম ও ভুট্টার জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর বহুলাংশে নির্ভর করে দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার উপ-অর্থমন্ত্রী লি ইয়োগ-ওইয়ন বলেছেন, জুন বা জুলাই পর্যন্ত জোগান দেওয়ার মতো যথেষ্ট শস্য মজুত আছে দেশটিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত