চীনের নেতৃত্বে ব্রিকস জোটে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট) যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি তেল উৎপাদনকারী দেশ। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিসর, বাহরাইন ও ইরান।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ব্রিকসের রাষ্ট্রদূত অনিল সুকলকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আগামী ২-৩ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জোটটির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে অনিল সুকল বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের কাছ থেকে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন পাচ্ছি। এর মধ্যে ১৩টি দেশ এই জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। অনুরোধ করেছে আরও ছয়টি দেশ।’
চলতি মাসের শুরুতে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকসের প্রত্যাশা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তারা শিগগিরই মার্কিন নেতৃত্বাধীন জি-৭ ভুক্ত দেশগুলোকে ছাড়িয়ে যাবে। তাদের বিশ্লেষণ বলছে, ২০২০ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্রিকস ও জি-৭ ভুক্ত দেশগুলো সমানভাবে অবদান রাখছে।
কিন্তু সম্প্রতি পশ্চিমা নেতৃত্বাধীন ব্লকটির কর্মক্ষমতা অনেক কমেছে। ২০২৮ সালে বিশ্ব অর্থনীতিতে জি-৭ জোটের প্রবৃদ্ধি দাঁড়াবে মাত্র ২৭.৩ শতাংশে। ধারণা করা হচ্ছে, একই সময়ে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ব্রিকস।
হিসাবটি সামনে আসার কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার সংসদ ডুমার ডেপুটি চেয়ারম্যান আলেকজান্ডার বাবাকভ ব্রিকসের সম্মেলনে ‘নতুন মুদ্রা’ প্রচলনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তাছাড়া ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোতে রয়েছে বিশ্ব জনসংখ্যার ৪০ শতাংশের বেশি। গ্লোবাল জিডিপির প্রায় এক চতুর্থাংশ আসে এই দেশগুলো থেকে।
এদিকে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে ডলার এখনও বৈশ্বিক লেনদেনের প্রধান মাধ্যম। বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ
ওপর নির্ভরতা করছে। কারণ, এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ (এফইডি) প্রতিনিয়ত সুদের হার বাড়াচ্ছে। অন্যদিকে ডলারকে হাতিয়ার করে বিভিন্ন রাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
চীনের নেতৃত্বে ব্রিকস জোটে (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট) যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি তেল উৎপাদনকারী দেশ। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিসর, বাহরাইন ও ইরান।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ব্রিকসের রাষ্ট্রদূত অনিল সুকলকে উদ্ধৃত করে ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আগামী ২-৩ জুন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জোটটির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে অনিল সুকল বলেন, ‘প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের কাছ থেকে ব্রিকসে যোগ দেওয়ার আবেদন পাচ্ছি। এর মধ্যে ১৩টি দেশ এই জোটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। অনুরোধ করেছে আরও ছয়টি দেশ।’
চলতি মাসের শুরুতে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকসের প্রত্যাশা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তারা শিগগিরই মার্কিন নেতৃত্বাধীন জি-৭ ভুক্ত দেশগুলোকে ছাড়িয়ে যাবে। তাদের বিশ্লেষণ বলছে, ২০২০ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্রিকস ও জি-৭ ভুক্ত দেশগুলো সমানভাবে অবদান রাখছে।
কিন্তু সম্প্রতি পশ্চিমা নেতৃত্বাধীন ব্লকটির কর্মক্ষমতা অনেক কমেছে। ২০২৮ সালে বিশ্ব অর্থনীতিতে জি-৭ জোটের প্রবৃদ্ধি দাঁড়াবে মাত্র ২৭.৩ শতাংশে। ধারণা করা হচ্ছে, একই সময়ে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ব্রিকস।
হিসাবটি সামনে আসার কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার সংসদ ডুমার ডেপুটি চেয়ারম্যান আলেকজান্ডার বাবাকভ ব্রিকসের সম্মেলনে ‘নতুন মুদ্রা’ প্রচলনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তাছাড়া ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোতে রয়েছে বিশ্ব জনসংখ্যার ৪০ শতাংশের বেশি। গ্লোবাল জিডিপির প্রায় এক চতুর্থাংশ আসে এই দেশগুলো থেকে।
এদিকে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে ডলার এখনও বৈশ্বিক লেনদেনের প্রধান মাধ্যম। বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ
ওপর নির্ভরতা করছে। কারণ, এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ (এফইডি) প্রতিনিয়ত সুদের হার বাড়াচ্ছে। অন্যদিকে ডলারকে হাতিয়ার করে বিভিন্ন রাষ্ট্রের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
১৮ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
২ ঘণ্টা আগে