যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সহায়তার জন্য ৪১০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া মানুষদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য আজ বুধবার এ অর্থ বরাদ্দ চেয়েছে সংস্থাটি।
সুদানে সশস্ত্র বাহিনী ও এর সংসদীয় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দশ মাস ধরে চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ভেঙে পড়েছে। এর কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেক মানুষেরই, যা প্রায় ২ কোটি ৫০ লাখ, মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন। ১৫ লাখেরও বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
তীব্র যুদ্ধ পরিস্থিতি দেশটির পানি সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রায় চার ভাগের তিন ভাগ স্বাস্থ্যকেন্দ্রই অকেজো হয়ে পড়েছে।
একই সঙ্গে দেশটিতে কলেরা, হাম ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ক্রমে বেড়ে চলা অপুষ্টির হার এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্মিত জমজম শরণার্থীশিবিরে প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন শিশু মারা যাচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ব্যাপকতার মধ্যে এ যুদ্ধটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুরক্ষা এবং বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।
আজ বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যৌথ আবেদনে মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় ১ কোটি ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২৭০ কোটি ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সুদানের আশপাশের পাঁচ দেশের ২৭ লাখ মানুষের জন্য ১৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘দশ মাসের সংঘাত সুদানের মানুষের কাছ থেকে তাঁদের নিরাপত্তা, বাড়িঘর ও তাঁদের জীবিকা কেড়ে নিয়েছে। কিন্তু গত বছরের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্ধেকেরও কম অর্থায়ন করা হয়েছিল। এই বছর আমাদের অবশ্যই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।’
যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবিক সহায়তার জন্য ৪১০ কোটি ডলারের তহবিলের আবেদন করেছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিক ও আশপাশের দেশগুলোতে পালিয়ে যাওয়া মানুষদের মানবিক প্রয়োজন মেটানোর জন্য আজ বুধবার এ অর্থ বরাদ্দ চেয়েছে সংস্থাটি।
সুদানে সশস্ত্র বাহিনী ও এর সংসদীয় র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দশ মাস ধরে চলমান যুদ্ধে দেশটির অবকাঠামো ভেঙে পড়েছে। এর কারণে দেশটিতে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ বলছে, সুদানের অর্ধেক মানুষেরই, যা প্রায় ২ কোটি ৫০ লাখ, মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন। ১৫ লাখেরও বেশি মানুষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, মিসর, ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।
তীব্র যুদ্ধ পরিস্থিতি দেশটির পানি সরবরাহ নেটওয়ার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রায় চার ভাগের তিন ভাগ স্বাস্থ্যকেন্দ্রই অকেজো হয়ে পড়েছে।
একই সঙ্গে দেশটিতে কলেরা, হাম ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। এর সঙ্গে ক্রমে বেড়ে চলা অপুষ্টির হার এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যে দারফুরের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের জন্য নির্মিত জমজম শরণার্থীশিবিরে প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন শিশু মারা যাচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ব্যাপকতার মধ্যে এ যুদ্ধটি বিশ্বের অন্যতম বৃহত্তম সুরক্ষা এবং বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।
আজ বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যৌথ আবেদনে মানবিকবিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় ১ কোটি ৪৭ লাখ মানুষের মানবিক সহায়তার জন্য ২৭০ কোটি ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা সুদানের আশপাশের পাঁচ দেশের ২৭ লাখ মানুষের জন্য ১৪০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘দশ মাসের সংঘাত সুদানের মানুষের কাছ থেকে তাঁদের নিরাপত্তা, বাড়িঘর ও তাঁদের জীবিকা কেড়ে নিয়েছে। কিন্তু গত বছরের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্ধেকেরও কম অর্থায়ন করা হয়েছিল। এই বছর আমাদের অবশ্যই সহায়তার পরিমাণ বাড়াতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে