Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার ১৫ মাসের কারাদণ্ড 

আপডেট : ৩০ জুন ২০২১, ১১: ১৩
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার ১৫ মাসের কারাদণ্ড 

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। নিজের শাসনামলে হওয়া একটি দুর্নীতির তদন্তে অসহযোগিতা করায় দেশটির সর্বোচ্চ আদালত জুমার বিরুদ্ধে এই রায় দেন।
 
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের বিচারপতি সিসি খাঁপেপে বলেন, জুমা আদালত অবমাননা করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ পাঁচ দিন সময় দেওয়া  হয়েছে। এর মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হবে।

২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন জুমা। ক্ষমতায় থাকাকালে ঘুষসহ দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিলেন তিনি ও তাঁর সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত