নারীস্বাস্থ্য
প্রশ্ন: আমার বয়স ৩৪। আমার বিবাহিত জীবন এক বছর তিন মাসের। পেশায় গৃহিণী। আমার পিরিয়ডের তারিখ মিস হয়েছে এক সপ্তাহ হলো। পিরিয়ড মিস করার কত দিন পর প্রেগনেন্সি টেস্ট করা যাবে? আপাতত দুর্বলতা আর অতিরিক্ত ঘুম পাওয়া ছাড়া কোনো উপসর্গ নেই।
-সাদিয়া আফরিন, পাবনা
উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। সাধারণত পিরিয়ড মিস হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করতে বলা হয়। কাজেই আপনি এখনই টেস্টটি করতে পারবেন। গর্ভসঞ্চার হলে একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেক করাবেন।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ফিজিওথেরাপি
প্রশ্ন: আমার বয়স ৪০। কর্মজীবী। সারা দিন অফিসে বসে কাজ করা হয়। হাঁটুর নিচে পায়ের পেছনের অংশে ব্যথা হচ্ছে ইদানীং। ব্যথা এতটাই বেড়েছে যে পা টেনে টেনে হাঁটছি। গরম পানির সেঁক দিচ্ছি কিন্তু ব্যথা কমছে না। কোন ধরনের ব্যায়াম করতে পারি?
-মাসুদুর রহমান, ঢাকা
উত্তর: আপনার হাঁটুব্যথার স্থানে বরফ লাগান। দিনে দুই থেকে তিনবার বরফ দেবেন ব্যথার জায়গায়। যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেঁক দেওয়া যাবে না।
আক্রান্ত স্থান ফোলা থাকলে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। তবে ব্যথার তীব্রতা বেশি থাকলে ব্যায়ামও করা যাবে না। সে ক্ষেত্রে পায়ের বিশ্রাম প্রয়োজন। সপ্তাহখানেকের মধ্যে ব্যথা না কমলে ফিজিওথেরাপি কনসালট্যান্টের পরামর্শ নিতে হবে। তিনি যেভাবে বলবেন সেভাবে ব্যায়াম ও অন্যান্য চিকিৎসা চালাবেন।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার
নারীস্বাস্থ্য
প্রশ্ন: আমার বয়স ৩৪। আমার বিবাহিত জীবন এক বছর তিন মাসের। পেশায় গৃহিণী। আমার পিরিয়ডের তারিখ মিস হয়েছে এক সপ্তাহ হলো। পিরিয়ড মিস করার কত দিন পর প্রেগনেন্সি টেস্ট করা যাবে? আপাতত দুর্বলতা আর অতিরিক্ত ঘুম পাওয়া ছাড়া কোনো উপসর্গ নেই।
-সাদিয়া আফরিন, পাবনা
উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। সাধারণত পিরিয়ড মিস হওয়ার ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রেগনেন্সি টেস্ট করতে বলা হয়। কাজেই আপনি এখনই টেস্টটি করতে পারবেন। গর্ভসঞ্চার হলে একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়মিত চেক করাবেন।
-ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ফিজিওথেরাপি
প্রশ্ন: আমার বয়স ৪০। কর্মজীবী। সারা দিন অফিসে বসে কাজ করা হয়। হাঁটুর নিচে পায়ের পেছনের অংশে ব্যথা হচ্ছে ইদানীং। ব্যথা এতটাই বেড়েছে যে পা টেনে টেনে হাঁটছি। গরম পানির সেঁক দিচ্ছি কিন্তু ব্যথা কমছে না। কোন ধরনের ব্যায়াম করতে পারি?
-মাসুদুর রহমান, ঢাকা
উত্তর: আপনার হাঁটুব্যথার স্থানে বরফ লাগান। দিনে দুই থেকে তিনবার বরফ দেবেন ব্যথার জায়গায়। যেখানে আপনার ব্যথা হচ্ছে সেখানে গরম সেঁক দেওয়া যাবে না।
আক্রান্ত স্থান ফোলা থাকলে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। তবে ব্যথার তীব্রতা বেশি থাকলে ব্যায়ামও করা যাবে না। সে ক্ষেত্রে পায়ের বিশ্রাম প্রয়োজন। সপ্তাহখানেকের মধ্যে ব্যথা না কমলে ফিজিওথেরাপি কনসালট্যান্টের পরামর্শ নিতে হবে। তিনি যেভাবে বলবেন সেভাবে ব্যায়াম ও অন্যান্য চিকিৎসা চালাবেন।
-মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট, এক্সট্রা মাইল এইজ কেয়ার
হৃদ্রোগের পর সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো ব্যায়াম। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু শক্তি এবং উদ্যমই বাড়ায় না, বরং হৃদ্রোগে মৃত্যুঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।
৩ ঘণ্টা আগেক্যানসারের চতুর্থ পর্যায়কে জীবনের শেষ ধাপ মনে করা হয়। এ সময় চিকিৎসার ভারে জর্জরিত হন অনেকে। কিন্তু ব্রিটেনের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হোয়ে এই ধারণাকে বদলে দিতে চাইলেন ভিন্নভাবে।
৪ ঘণ্টা আগেপলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস হলো একটি সাধারণ হরমোনজনিত সমস্যা, যা প্রজননযোগ্য বয়সের নারীদের মধ্যে ১০-১৫ শতাংশ ক্ষেত্রে দেখা যায়। এটি কেবল প্রজননব্যবস্থার ওপর প্রভাব ফেলে না, বরং নারীর সামগ্রিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবও রাখে। প্রতিবছরের সেপ্টেম্বর মাসকে পিসিওএস
৫ ঘণ্টা আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কেসের সংখ্যা ২০০০ সালে ৫ লাখ ৫ হাজার ৪৩০ থেকে বেড়ে ২০২৪ সালে ১ কোটি ৪৬ লাখ হয়েছে। বর্তমানে রোগটি শতাধিক দেশে স্থানীয়ভাবে (এনডেমিক) বিদ্যমান। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ডব্লিউএইচওতে ৯৭টি দেশ থেকে ৪০ লাখের বেশি কেস এবং ৩ হাজারের বেশি মৃত্যুর
৬ ঘণ্টা আগে