Ajker Patrika

দেশে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন। এর আগে, ৩০ জুন ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় আটজন, চট্টগ্রামে ১০, খুলনায় তিন এবং সিলেটের একজন রয়েছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৭৪০ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৫৮২ জন। করোনাভাইরাসে শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত