Ajker Patrika

ঈদগাহ মাঠের কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬: ৪৬
ঈদগাহ মাঠের কমিটি নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ হয়।

এতে আহত হয়েছেন অন্তত সাতজন। তাঁদের মধ্যে বিপ্লব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ওই দিন বিকেলে এই সংঘর্ষ হয়।

বিপ্লব হোসেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শাহজাদপুরের হরিরামপুর গ্রামের আল-আমিন, আনোয়ার হোসেন, মোতাহারুল হক, হাবিবুল হক হারুন, আব্দুস সাত্তার খান এবং সাকিল হোসেন সরকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে লুৎফর রহমান ও আকমল দলের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে বিপ্লব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর মাস্টার, তোরাব আলী, আব্দুল মতিন ও সাকিল হোসেন হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব হোসেন মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত