Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন লতিফের স্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৪
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন লতিফের স্ত্রী

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী (নৌকা প্রতীক) শেফালী আক্তার। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শুধু তিনিই চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা জানান, ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বানিবহ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুধু শেফালী আক্তার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ হলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর তাঁকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হবে।

গত ১১ নভেম্বর রাজবাড়ী শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করে। তিনি আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত