Ajker Patrika

চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৩
চার ভাইসহ ৭ জনের  বিরুদ্ধে অভিযোগপত্র

যশোর শহরের পুরাতন কসবা এলাকার কোরবান আলী পচা হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

এতে চার ভাইসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত রোববার যশোরের আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযুক্ত আসামিরা হলেন কাজীপাড়ার এলাকার আমিরুল ইসলাম, খোলাডাঙ্গার সরদার পাড়ার সিরাজুল ইসলাম ওরফে চন্টু মিয়ার চার ছেলে রোকন হাসান ওরফে রনি, পিয়ারুজ্জামান ওরফে পিরু, মেহেদী ওরফে রানা, মনির হোসেন ওরফে মিরু, একই এলাকার রিচার্ড বিশ্বাস ও সজলপুর গ্রামের অপু। চার্জশিটে অপুকে পলাতক ও অপর ছয় আসামিকে আটক দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম আদালতে এ চার্জশিট জমা দেন।

মামলার তদন্তে উঠে আসে, নিহত কোরবান আলীসহ অন্য আসামিরা একসঙ্গে চলাফেরা করতেন। আসামি রিচার্ড বিশ্বাস ও হোসেন নামের আরেকজন বেগম মিলের সামনে ডা. সুসান্তের বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করতেন। ঘটনার এক মাস আগে রিচার্ড বিশ্বাসের সঙ্গে হোসেনের গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে গোলযোগ বাঁধে। এ ঘটনায় রিচার্ড বিশ্বাস মারধর করেন হোসেনকে। হোসেন বিষয়টি নিয়ে পচা ও আরেক আসামি পিরুর কাছে নালিশ করেন। এর কয়েক দিনের মাথায় ডাক্তার সুশান্ত বিশ্বাস একটি জমি রিচার্ড বিশ্বাসকে দানপত্র দলিল করে দেন। এ ঘটনা জানতে পেরে পচা ও পিরু একসঙ্গে হয়ে রিচার্ড বিশ্বাসের কাছে চাঁদা দাবি করেন।

এর মধ্যে রিচার্ড বিশ্বাস ও হোসেনের মধ্যে বাদানুবাদ মিটে যায়। এর পর এসব বিষয় নিয়ে পচা ও পিরু একে অপরকে দোষারোপ শুরু করেন। একপর্যায়ে গত বছরের ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পচার সঙ্গে আসামি পিরু ও আমিরুলের কথা-কাটাকাটি হয়। পচা ওই দুজনকে মারতে উদ্যত হন। স্থানীয়রা এসে তাঁদের ঠেকান। এরপরই ১০ ফেব্রুয়ারি সকালে রিচার্ডকে ডেকে সবাই একত্রিত হয়ে পচাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী আমিরুল ইসলাম, রনি, অপু, রিচার্ড বিশ্বাস, পিরু, মিরুসহ অন্যরাও ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেন। গত বছরের ২১ ফেব্রুয়ারি সকালে কোরবান আলী পচা হাসপাতালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত