Ajker Patrika

বাড়ছে নারী সার্জারি ওয়ার্ড

সিলেট সংবাদদাতা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩০
বাড়ছে নারী সার্জারি ওয়ার্ড

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নারী সার্জারি ওয়ার্ড বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি গতকাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।

ডা. আবুল বাসার হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখতে পান শয্যা সংকটের কারণে শীতের মধ্যে নারী রোগীরা মেঝেতে পড়ে আছেন। এ অবস্থা দেখে তিনি আরেকটি নারী সার্জারি ওয়ায় করার নির্দেশ দেন।

ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর এত চাপ। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচণ্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালক সাহেবকে বলেছি, হাসপাতালের ওষুধের স্টোর থেকে ওষুধ সরিয়ে সেখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করার জন্য। দুটি ওয়ার্ড হলে রোগীদের অমানবিকভাবে রাখতে হবে না এবং বেশি সংখ্যক রোগীকে সেবা প্রধান করা সম্ভব হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাব। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধি-নিষেধ বলবৎ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত