Ajker Patrika

আসামিদের গ্রেপ্তারের দাবি

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
আসামিদের গ্রেপ্তারের দাবি

ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনের সময় শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ২৬ ডিসেম্বর উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভূঞাপুর শাখার সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার, শিক্ষক নেতা শাহ আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের চর চন্দনী দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের সময় কয়েকজন দুর্বৃত্ত শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারী সরকার গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মানববন্ধনে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তারা আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত