Ajker Patrika

ভান্ডারিয়ায় স্কুলছাত্রকে হত্যা, কিশোর গ্রেপ্তার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪০
ভান্ডারিয়ায় স্কুলছাত্রকে হত্যা, কিশোর গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়ায় ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে শান্ত হাওলাদার (১৪) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনায় জড়িত এক কিশোরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে শান্ত বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামের জাকারিয়া হাওলাদারের বাড়ির পাশের একটি বেড়ে শান্তর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, ‘গত শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের জাকারিয়া হাওলাদারের বাড়ির পাশের একটি বেড় থেকে শান্ত হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। সে নদমূলা গ্রামের মো. লোকমান হাওলাদারের ছেলে এবং নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার বাবা লোকমান হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভান্ডারিয়া থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে শুক্রবার আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে শান্ত হাওলাদারকে হত্যা করার কথা স্বীকার করে।’

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ‘শান্ত হাওলাদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকায় এক কিশোরকে আটক করে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত