Ajker Patrika

কারখানায় শ্রমিকের মৃত্যু, ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২২, ১১: ২৮
কারখানায় শ্রমিকের মৃত্যু, ভাঙচুর

গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের অপর একটি কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এক পরিদর্শক আহত হন।

কারখানার শ্রমিকেরা জানান, গতকাল রোববার সকালে কারখানার সুইং সেকশনের আয়রনম্যান শাহ আলম (৩৩) কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি চাইলে কারখানা কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করে। শ্রমিকেরা ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

শাহ আলমের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার মুসল্লিপাড়া এলাকায়।

কারখানা কর্তৃপক্ষ সঠিক সময়ে চিকিৎসা দেয়নি, তাদের অবহেলায় বিনা চিকিৎসায় শাহ আলম মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার গেট ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে ঢাকা-বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ। শ্রমিকদের ইটের আঘাতে পরিদর্শক এনামুল হক আহত হন।

বাসন থানার ওসি মালেক খসরু খাঁন জানান, শাহ আলম স্ট্রোকে মারা গেছেন। স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন। কারখানার পরিবেশ শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত