Ajker Patrika

বিমানের সিটের নিচে ১০ কেজি সোনার বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৪
বিমানের সিটের নিচে ১০ কেজি সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ওজনের ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৭ কোটি টাকা।

সুলতান মাহমুদ আরও বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে রাখা সোনার বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত