Ajker Patrika

অবৈধভাবে গ্যাস সরবরাহ, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
অবৈধভাবে গ্যাস সরবরাহ, গ্রেপ্তার ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সরবরাহের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৪৩টি সিলিন্ডারসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গতকাল শুক্রবার র‍্যাব-১১-এর সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল গত বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার ৫ নম্বর জোড় কানন ধনপুর এলাকার ভূঁইয়া ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজি স্টেশন হতে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি সরবরাহের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৪৩টি সিলিন্ডারসহ পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

এই চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানি সরবরাহ করে। পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুত করে। এরপর তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। বিশেষ করে যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়া মূল্যে বিক্রি করে।

এ ছাড়া এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে। সেখানে প্রতি ঘন ফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৬৭), সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া গ্রামের আবদুর রাজ্জাক (৩৮) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. রিয়াজ (২৬)।

র‍্যাব আরও জানায়, এভাবে অবৈধভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ এবং বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত