Ajker Patrika

সিলগালা গুদাম থেকে চাল উধাওয়ের গুঞ্জন

বগুড়া প্রতিনিধি
সিলগালা গুদাম থেকে  চাল উধাওয়ের গুঞ্জন

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চালসহ সিলগালা করা হয় একটি গুদাম। এলাকায় গুঞ্জন উঠেছে, গত ৩০ নভেম্বর গুদামটি সিলগালা করার পরদিন টিনের বেড়া সরিয়ে চালগুলো ট্রাকে বের করা হয়েছে। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, গুদামটি এখনো সিলগালা করা আছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরদিন গুদামের মালিক ওই গুদামের এক পাশের টিনের বেড়া সরিয়ে ভেতরে ট্রাক ঢোকানোর ব্যবস্থা করেন। পরে ট্রাকে করে সেখানকার জব্দ করা চালগুলো সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৩০ নভেম্বর ধান-চাল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য শাহাদত হোসেনের নির্মাণাধীন ভবনের গুদামে ১ হাজার ১৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাওয়া যায়। চালগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম গুদামের দায়িত্বে থাকা শাহাদতের ছোট ভাই শাহীন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সেই সঙ্গে চাল জব্দ করে ওই গুদাম সিলগালা করা হয়। জব্দ তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দিয়ে এসব চালের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাৎক্ষণিকভাবে সেখান থেকে চাল সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় থানা-পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

শাহাদত হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দিনে আমি বাইরে ছিলাম। শুধু বস্তায় খাদ্যবান্ধব কর্মসূচির সিল থাকার কারণে সেসব জব্দ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য কাগজপত্র চাইলেও খাদ্য বিভাগ থেকে আমাকে তা সরবরাহ করা হয়নি। ঘটনার পর থেকে আমি বা আমার পরিবারের কেউ সেখানে যায়নি।

গুদামে চালগুলো আছে কি নেই, তা খাদ্য বিভাগ বলতে পারবে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, ‘অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমাকে জব্দ তালিকা দিয়ে চাবি নিয়ে গেছেন। আমি প্রতিদিন গিয়ে সিলগালা ঠিক আছে কি না, সেটা যাচাই করে আসি। সিলগালা তো খোলা হয়নি, এখন ভেতরে চাল আছে না নেই, সেটি গুদাম না খুললে বলা সম্ভব নয়।’

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, সাক্ষ্য দেওয়ার জন্য তিনি জেলার বাইরে আছেন, সেখানে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আশরাফুল ইসলাম জানান, লোকমুখে চাল সরিয়ে নেওয়ার বিষয়টি শুনে তিনি গত মঙ্গলবার নিজে ওই গুদামে গিয়েছিলেন। যেহেতু বাইরে থেকে সেটি সিলগালা করা আছে, তাই ভেতরে চাল আছে কি নেই, তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত