Ajker Patrika

পাতিহাঁসের কালো ডিম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৬: ৩১
পাতিহাঁসের কালো ডিম

এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলল পাতিহাঁসের কালো ডিম। উপজেলার নদীবিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের যুবক ইব্রাহিম আলীর পাঁচটি দেশি জাতের পাতিহাঁসের একটি পর পর দুদিন দুটি কালো ডিম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে সেই ডিম দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী।

জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের পরামানিক পাড়ার ইব্রাহিম ছয় মাস আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচটি হাস উপহার পান। ছয় মাস প্রতিপালন করার পর গত শনিবার একটি হাস কালো ডিম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই ডিম দেখতে ছুটে আসেন তাঁর বাড়িতে। পরদিন শুক্রবার আবার আরেকটি কালো ডিম দেয় হাঁসটি।

ইব্রাহিমের শ্বশুর একই গ্রামের জহুরুল ইসলাম জানান, জামাই এবং মেয়েকে উপহার হিসেবে পাঁচটি হাঁস উপহার দিয়েছিলাম। একটি হাঁস কালো ডিম দেওয়ার বিষয়টি প্রথম দিনেই জামাইয়ের মারফত জানতে পারি এবং একনজর দেখতে ছুটে আসি। আসলেই এটি একটি অবাক করা বিষয়।’

৭০ বছর বয়সী দর্শনার্থী প্রতিবেশী মোজাহার আলী বলেন, ‘জীবনে প্রথম হাঁসের কালো ডিম দেওয়া দেখলাম। ইব্রহিমের ভাবি সাহিদা বেগম বলেন, ‘কালো ডিম দেওয়ার পরও হাঁসটি অন্যান্য হাঁসের মতো স্বাভাবিক চলাফেরা করছে।’

নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুজ্জামান বলেন, ‘নারায়ণপুরে পাতিহাঁসের কালো ডিম পাড়ার সংবাদটি পেয়েছি। এটি একটি বিরল ঘটনা। তবে হাঁস যখন ডিম পাড়ে, তখন ওই ডিম জরায়ুতে ১৯ ঘণ্টা অবস্থান করে। এ সময় জরায়ুতে কোনো ইনফেকশন থাকার কারণে এমন হতে পাড়ে। এ ছাড়া ডিম তৈরির যে পরিমাণ পিগমেন্ডের দরকার, তা যদি অনুপস্থিত থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত