Ajker Patrika

ঘুষ নেওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৫: ১২
ঘুষ নেওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রত্যাহার

মুরাদনগরে ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার ঘটনায় রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এই আদেশ দেন।

জানা গেছে, মুরাদনগরে প্রার্থিতা যাচাই বাছাইয়ের সময় বাতিলের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম ঘটনস্থলে এসে ঘটনার সত্যতা পান। পরে বিষয়টি উপরিমহলকে জানালে গতকাল অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়। তাঁর স্থলে জেলার বরুড়া নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে জেলার বরুড়া নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য: ষষ্ঠ ধাপে এ ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার ৩১ জানুয়ারি ভোট গ্রহণ হবে। গত ৬ জানুয়ারি ছিল প্রার্থিতা যাচাই-বাছাইয়ের শেষদিন। প্রার্থিতা বাছাইয়ের জন্য উপজেলার ২১টি ইউপির বিপরীতে সাতটি বুথ তৈরি করা হয়।

সেই সুবাদে হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম এই তিন ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এ সময় তিনি প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিলের ভয় দেখিয়ে প্রতি প্রার্থীর কাছ থেকে ৫০০-১০০০ টাকা আদায় করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই একটি ভিডিও ভাইরাল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত