Ajker Patrika

নজর কাড়ার চেষ্টা পদপ্রত্যাশীর

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪: ০৫
নজর কাড়ার চেষ্টা পদপ্রত্যাশীর

আজ ৪ জানুয়ারি, মঙ্গলবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে প্রতিবছরের মতো এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় কোনো কর্মসূচি নেই দেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনটির। নতুন কমিটিতে স্থান পেতে পদপ্রত্যাশীরা প্রস্তুতি নিয়েছেন জেলার কর্মসূচিতে অংশ নিতে।

জানা গেছে, চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি নেই দেড় মাস ধরে। এর আগে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক আজকের পত্রিকাকে মোবাইল ফোনে জানিয়েছিলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আগে বা পরে উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হবে।

সূত্রে জানা যায়, যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে গত ২০ নভেম্বর। নতুন কমিটিতে পদ পেতে ইচ্ছুকদের কাছ থেকে জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। তবে কমিটি বিলুপ্তির দেড় মাস পার হলেও নতুন কোনো কমিটি দেওয়া হয়নি। ফলে নেতৃত্ব পেতে ইচ্ছুক নেতারা কে কত কর্মী নিয়ে জেলা কমিটিকে দেখাতে পারেন সে প্রতিযোগিতায় নেমেছেন পদপ্রত্যাশীরা।

উপজেলা ছাত্রলীগের নেতাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলায় ছাত্রলীগের চারটি পক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের পক্ষের নেতা–কর্মীরা ছাত্রলীগ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তবে গত ২০ নভেম্বরের পর থেকে উপজেলায় ছাত্রলীগের আর কোনো কর্মসূচি পালন হয়নি।

একটি পক্ষের নেতৃত্বদানকারী এইচ এম ফিরোজ বলেন, ‘আমি কর্মীদের যশোর নেওয়ার জন্য ১২টি বাস ভাড়া করেছি। কর্মীরা এই বাসে করে যশোরে দলের কর্মসূচিতে যোগ দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত