Ajker Patrika

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩৭৬টি নেশাজাতীয় বড়িসহ দুজনকে আটক করেছে র‌্যাব। আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কাহালু উপজেলায় এবং রাত নয়টার দিকে সদর এলাকা থেকে তাঁদের আটক করেন র‍্যাব- ১২ এর বগুড়া ক্যাম্পের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কাহালু উপজেলার আড়োল বাজার এলাকা থেকে ২৭৬ টি ট্যাপেন্টাডলসহ হাসান আলীকে আটক করা হয়। এরপর রাত সাড়ে ৯টায় আরেক অভিযানে সদর উপজেলার কলোনি বাজার একটি বেসরকারি ক্লিনিকের সামনে থেকে ১০০টি ট্যাপেন্টাডলসহ আটক হন লতিফপুর কলোনি এলাকার সাঈদ হাসান ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবং কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত