Ajker Patrika

ভারতে পাচার ৪ তরুণীকে দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ৩২
ভারতে পাচার ৪ তরুণীকে দেশে ফেরত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীদের বাড়ি সাতক্ষীরা, বাগেরহাট ও নারায়ণগঞ্জে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাঁদের জিম্মায় নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা এসব তরুণীকে ভারতে পাচার করে। পরে ভালো কাজ না দিয়ে প্রতারণা করে ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করতে বাধ্য করা হয়।’

মুহিত হোসেন আরও বলেন, ‘পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় সে দেশের বেসরকারি একটি সংস্থার আশ্রয়কেন্দ্রে। পরে নানা তাঁদের দেশে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত