Ajker Patrika

এক বছর পর মাকে কাছে পেল শিশুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ১৩
এক বছর পর মাকে কাছে পেল শিশুটি

এক বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সেই শিশুটির পরিচয় মিলেছে। তার নাম শরীফ মিয়া। সে মা চান বানু ও নানি আমিনা বেগমের সঙ্গে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বসবাস করত।

গতকাল সোমবার শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অনেকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈকণ্ঠপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শিশুটি। আশুগঞ্জ থানা-পুলিশ রেললাইনের পাশ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

২৫ দিন পর শিশুটির জ্ঞান ফেরে; কিন্তু সে বাক্শক্তি হারিয়ে ফেলে। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। হাসপাতালের সার্জারি বিভাগে শিশুটির চিকিৎসা চলছিল। সেখানে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান শিশুটিকে লালন-পালন করছিলেন। এক বছরেও শিশুটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

অবশেষে গতকাল সকালে শিশুটির মা ও নানি হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। পরিচয় হিসেবে জন্মনিবন্ধন ও মায়ের সঙ্গে থাকা একটি ছবি দেখান তাঁরা। যাচাই-বাছাই করে দুপুরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

নানি আমিনা বেগম বলেন, ‘শিশুটির নাম শরীফ মিয়া। সে চান বানুর একমাত্র সন্তান। আমার মেয়ের মানসিক সমস্যা আছে। সে যখন আট মাসের অন্তঃসত্ত্বা, তখন তার বাবা তাদের ফেলে চলে যায়। আমি তাদের নিয়ে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামে বসবাস করে ভিক্ষা করে চলছি।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ওয়াহীদুজ্জামান বলেন, শিশুটিকে নিজের সন্তানের মতো হাসপাতালের এক স্টাফ লালন-পালন করছিলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটিকে লালন-পালন করা হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী উজ্জ্বল খান বলেন, ‘নিজের সন্তানের চেয়েও বেশি স্নেহ করেছি। তার প্রতি আমার ভালোবাসা উজাড় করে দিয়েছি। দোয়া করি সে যেন ভালো থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত