Ajker Patrika

সার নিয়ে ভৈরবে ডুবে গেল লাইটার জাহাজ

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৭
সার নিয়ে ভৈরবে ডুবে গেল লাইটার জাহাজ

যশোরের অভয়নগরের ভৈরব নদে ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহাজটির তলা ফেটে ডুবে গেছে বলে জানা গেছে। নওয়াপাড়া পীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এনবি শারিব বাধন। জাহাজটিতে ১ কোটি টাকার ইউরিয়া সার ছিল বলে তথ্য পাওয়া গেছে।

এনবি শারিব বাধন’র মাস্টার সজিব হোসেন বলেন, ‘চট্টগ্রাম বন্দর থেকে ২১ জানুয়ারি ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে ২৫ জানুয়ারি রাতে যশোরের নওয়াপাড়ার ভাটপাড়ায় আসে লাইটারটি। নওয়াপাড়া ফেরিঘাটের সঞ্জয় ট্রেডিং সার আনলোড না করার কারণে ভাটপাড়ায় চার দিন অবস্থান করতে হয়। পরে সঞ্জয় ট্রেডিং অফিস থেকে বলা হয়, নওয়াপাড়া বেঙ্গল মিল এলাকায় ঘাটে আনতে। আমরা কথামতো বেঙ্গল মিল এলাকায় ঘাটে আনি। কিন্তু সেখানে কোনো ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়নি।’

ডুবে যাওয়া জাহাজের মাস্টার সজিব হোসেন বলেন, ‘এ সময় ওই অফিসের লোকদের বলি, আমাদের জাহাজ থেকে কিছু সার নামানোর ব্যবস্থা করার জন্য। তাঁরা কোনো কথা না শুনে বলেন, জাহাজটি নওয়াপাড়া পীর বাড়ি ঘাটে নিয়ে যেতে। আমরা কথামতো বুধবার দুপুরে জাহাজটি নওয়াপাড়া পীর বাড়ি ঘাটে নিয়ে যাই। এর পর বুধবার রাত ৮টার দিকে জাহাজ কাত হয়ে যায়। তখন বিষয়টি তাঁদের জানাই। তাঁরা বলেন, সকাল হলে মাল নামানোর ব্যবস্থা করব। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ জাহাজের তলা ফেটে যায়। এরপর সেখানে জাহাজটির তলা ফেটে ডুবে যায়।’

সজিব হোসেন বলেন, ‘জাহাজে থাকা ইউরিয়া সারের মূল্য ১ কোটি টাকা। জাহাজটি ভাটার সময় দৃশ্যমান হলেও জোয়ারে শুধু মাস্তুলটুকু ছাড়া আর কিছুই দেখা যায় না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থানে প্রতিনিধি পাঠানো হয়েছে। তাঁরা পরিদর্শন করে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত