Ajker Patrika

নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ১৪
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নাউরী আহম্মদীয়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ থেকে বই উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সাংসদ মো. নুরুল আমিন রুহুল।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে ধর্মীয় শিক্ষক মো. জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আ. মান্নান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন মিয়া মানিক, বড় হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ. নজির, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আ. রব, সমাজ সেবক আ. আউয়াল, নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম বাহাউদ্দীন।

এ সময় সাংসদ মো. নুরুল আমিন রুহুল বলেন, শিক্ষা সরকারের দয়া নয়; মানুষের অধিকার। নতুন বছরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা অনেক আনন্দের। আগে এমন এক সময় ছিল যখন বছরের মাঝামাঝি পর্যন্তও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাত না।

আওয়ামী লীগ সরকার সেই দৃশ্যপট পরিবর্তন করেছে উল্লেখ করে নুরুল আমিন রুহুল বলেন, ‘আমরা আবার আগের অবস্থানে ফিরে যেতে চাই না। এই শিশু শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে প্রযুক্তি নির্ভরতার মধ্যে শিশুদের বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।’ এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত