Ajker Patrika

পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১১: ৪৫
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

ভোজ্যতেলের সংকট পুরোপুরি কাটতে না কাটতেই আবার অস্থির হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে সাটুরিয়া হাটে কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা এতে অসন্তোষ প্রকাশ করেছেন।

বিক্রেতাদের দাবি, আমদানি না হলে পাগলা ঘোড়ার মতো পেঁয়াজের দাম আরও বাড়বে। ক্রেতারা মনে করেন হাট-বাজারের মনিটরিং সেল না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা গেছে, পেঁয়াজ কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় খালি ব্যাগ হাতে নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। গত সপ্তাহে ৩০-৩৫ টাকায় ১ কেজি পেঁয়াজ কিনেছেন তাঁরা। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা।

আরেক ব্যবসায়ী হৃদয় সাহা বলেন, ‘বাজারে ভারতের পেঁয়াজ আমদানি না থাকায় দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। পেঁয়াজের আমদানি না হলে দাম আরও বাড়বে।’

হাটে আসা ক্রেতা রহিম ও খালেকুজ্জামান হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, বড় বড় আড়তদারের কারসাজিতে হুটহাট পণ্যের দাম বেড়ে যাচ্ছে। পাইকার এবং ডিলারেরা যেভাবে তেলসংকট তৈরি করেছিলেন, ঠিক একইভাবে হাটে পেঁয়াজ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছেন।

সাটুরিয়ার ইউএনও শারমিন আরা এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার মনিটরিং কমিটির মাধ্যমে দ্রুত বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত