Ajker Patrika

চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬: ২৮
চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জে অলি আহমেদ পারভেজ নামের এক মেডিকেল ছাত্রের ভাঙা পায়ে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থোপেডিকস সার্জন এ এইচ এম আব্দুল ওয়াহিদ সাকিবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ওই ছাত্রের বাবা দুলাল উদ্দিন আহম্মেদ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার আদালতের বিচারক বেলাল হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ মে অলি আহমেদ পারভেজ মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের হাড়ের মাঝখানে ভেঙে যায়। তাঁকে সিরাজগঞ্জ নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এ এইচ এম আব্দুল ওয়াহিদ সাকিবের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।

রোগী হাসপাতাল থেকে ছাড়া পান ২২ মে। এর ১৮ মাস পর ভাঙা হাড় জোড়া লেগেছে মর্মে ২০২১ সালের ৮ নভেম্বর ভাঙা স্থানে লাগানো প্লেট ১৩টি নাটসহ বের করা হয় এবং ১৫ নভেম্বর তিনি বাড়িতে চলে যান।

এ বছর ১৪ মার্চ এ এইচ এম আব্দুল ওয়াহিদ রোগীকে ১৫ মার্চ থেকে লাঠি ছেড়ে হাঁটা-চলা করার সিদ্ধান্ত দেন। ২৩ মার্চ দুপুরে অলি আহমেদ পারভেজ দাঁড়িয়ে থাকাবস্থায় সেই ভাঙা পায়ের জয়েন্ট খুলে যায়। ওই দিনই তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে মোহাম্মাদপুর কলেজ গেটের হুমায়ন রোডে অবস্থিত বিডিএম (প্রাইভেট) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এ এইচ এম আব্দুল ওয়াহিদ সাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘ভুল চিকিৎসা করা হয়নি। আদালতে যেহেতু মামলা হয়েছে জবাব আদালতে দেব। তবে আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক না।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনার কাগজ এখনো হাতে পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত