Ajker Patrika

ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৩৮
ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝিকরগাছার বাঁকড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি তুলার গুদামসহ একটি পানি বিশুদ্ধকরণ কারখানা পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে বাঁকড়া বাজারের লেপ–তোশক ব্যবসায়ী হাসমত আলীর গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পার্শ্ববর্তী হজরত আলী ও হাদিউজ্জামানের গুদামে ছড়িয়ে পড়ে। এক পর্যায় তা আশরাফুল ইসলামের পানি বিশুদ্ধকরণ কারখানায় লেগে যায়। খবর পেয়ে ঝিকরগাছা ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মোসলেম উদ্দিনের নামে এক ব্যবসায়ী বলেন, ‘ঝিকরগাছা ও মনিরামপুর থেকে ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়। আমাদের হিসাব অনুযায়ী প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু চৌধুরী বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত