Ajker Patrika

ধর্মঘট প্রত্যাহারে ৩ দিন পর সচল বেনাপোল বন্দর

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৮
ধর্মঘট প্রত্যাহারে ৩ দিন পর সচল বেনাপোল বন্দর

ভারতের পেট্রাপোল বন্দর নিরাপত্তায় নিয়োজিত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সমঝোতা বৈঠকের পর সচল হয়েছে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য। তিন দিন আমদানি কার্যক্রম বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

গতকাল বুধবার দুপুর ১২টা থেকে ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা আমদানি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ শুরু করে। ভারতের বনগাঁও গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে সোমবার সকাল থেকে এ পথে বন্ধ ছিল আমদানি কার্যক্রম।

এ দিকে বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ হঠাৎ ধর্মঘটে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন তাঁরা। এ ক্ষেত্রে ভবিষ্যতে আমদানি বন্ধ না করে বৈঠকের মাধ্যমে সমস্যা নিরসনের দাবি জানান তাঁরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেন, ‘পেট্রাপোল বন্দরে প্রবেশে পরিচয়পত্র দেখানো নিয়ে বনগাঁও ট্রান্সপোর্ট কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। আগে ট্রান্সপোর্ট কর্মচারীরা তাঁদের নিজস্ব সংগঠনের কার্ড দেখিয়ে বন্দরে প্রবেশ করতেন। কিন্তু বর্তমানে বিএসএফ সদস্যরা বাণিজ্যের নিরাপত্তা জোরদার করতে সিদ্ধান্ত নেন, কাস্টমস ও বন্দর বা সিঅ্যান্ডএফ অফিসের কার্ড ব্যবহার করে বন্দরে প্রবেশ করতে হবে। বিএসএফের এমন সিদ্ধান্তে কার্ড বিহীন ব্যবসায়ীরা বন্দরে প্রবেশ করতে না পারায় গত সোমবার থেকে আমদানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।’

তিন দিন আমদানি বন্ধ থাকার পর বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত আগের নিয়মে ট্রান্সপোর্ট কর্মচারীরা বন্দরে প্রবেশ করবেন। তবে দ্রুত সিঅ্যান্ডএফ, কাস্টমস বা বন্দরের স্বাক্ষরের পরিচয়পত্র তৈরি করতে হবে। পরে ধর্মঘট তুলে নেয় বনগাঁও গুড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত