Ajker Patrika

মুক্তিযোদ্ধা আলী আহমদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১: ৩৬
মুক্তিযোদ্ধা আলী আহমদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহাবাজ কান্দিতে মুক্তিযোদ্ধা আলী আহমদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকেলে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।

জিয়াউর রহমান জয়ের সভাপতিত্বে এবং রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিন সরকার, সুমন সরদার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, শাহাবাজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ফতেপুর পূর্ব ইউপির মহিলা সদস্য জোহরা বেগম, ইউপি সদস্য সাইফুদ্দীন দুলাল মেম্বার, নারায়ণপুর ডিগ্ৰী কলেজের প্রভাষক মানিক মজুমদার।

উপস্থিত ছিলেন, সহ সভাপতি তাহের খান, সাধারণ সম্পাদক মো. হালিম সিকদার, সহ সাধারণ সম্পাদক সবুজ মীর, সাংগঠনিক সম্পাদক ইয়াছির আরাফাত মহন তালুকদার কোষাধ্যক্ষ ওমর মিয়াজী, প্রচার প্রকশনা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রবিউল, সমাজ কল্যাণ সম্পাদক শাকিল প্রধান, মহিলা সম্পাদক শাহানাজ পারভীন, সহ-মহিলা সম্পাদক মারিয়া সরকার মুনা, কার্যকরী সদস্য মঞ্জুর পাটোয়ারী, রুহুল আমিন মীর পারভেজ মাঝি, সৌরভ মজুমদার, মোহাম্মদ রিমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত