Ajker Patrika

অভিনব ক্ষোভ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
অভিনব ক্ষোভ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে শিকল পরে উপস্থিত হন পরাজিত প্রার্থী ও সদ্য সাবেক ইউপি সদস্য শাহজালাল। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে শিকল পরে গান গেয়ে ও অভিনয় করে দর্শক মাতিয়েছেন। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে।

শাহজালাল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। পরাজিত হলেও তাঁর মনে কোনো অসন্তোষ নেই। সব সময় জনসাধারণের পাশে থাকতে চেয়েছেন তিনি।

জানা গেছে, শুক্রবার রাতে ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংগঠন জনশক্তি সমাজসেবা ও পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে বটতলা বাজার সংলগ্ন মাঠে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাহজালাল লোহার শিকল পরে মঞ্চে উঠে তাক লাগিয়ে দেন সবাইকে। তিনি অভিনয় ও গানের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন। দর্শকও তাঁর গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে গেয়ে আনন্দময় এক পরিবেশের সৃষ্টি করেন।

শাহজালাল বলেন, ‘এবার পরাজিত হয়েছি। হেরে গেলেও আমার মনে কোনো দুঃখ নেই। সব সময় জনসাধারণের পাশে থাকতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত