Ajker Patrika

বাংলাদেশকে কি এবার তবে ডাকছে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১: ৩৩
বাংলাদেশকে কি এবার তবে ডাকছে ইংল্যান্ড

কদিন আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে একধরনের আক্ষেপই ঝরেছিল তামিম ইকবালের কণ্ঠে। তামিমের আক্ষেপটা ইংল্যান্ডে শেষ ম্যাচ খেলে ফেলা নিয়ে। তবে ক্যারিয়ারের গোধূলিতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক হয়তো আরেকটা সুযোগ পেলেও পেতে পারেন।  

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ২০২৪-২৫ মৌসুমে একটি টেস্টের জন্য বাংলাদেশকে ডাকতে পারে ইংল্যান্ড। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে এই টেস্টটি হতে পারে লর্ডসে। মূলত ২০২৪ ও ২০২৫ সালে ঘরের মাঠে গ্রীষ্মের সূচিতে পাঁচটি করে টেস্ট আছে ইংল্যান্ডের। এই দুই বছর তাই কিছুটা ফাঁকা সময় পাচ্ছে ইংল্যান্ড। এই সময়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে একটি করে টেস্ট সূচিতে যোগ করতে পারে তারা। ২০১০ সালে শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড।

এরপর ইংল্যান্ডে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। আর সম্প্রতি চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সিরিজ। চেমসফোর্ডে বাংলাদেশি দর্শকদের আগ্রহ এবং অতীতেও ইংল্যান্ডে বাংলাদেশি সমর্থকদের তুমুল চাহিদা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে আগ্রহী করে তুলেছে।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেছেন, ‘এখানে যখন ইসিবির সিইও এবং এমডি এসেছিলেন, তাঁরা তখন বলেছিলেন, এই ব্যাপার (বাংলাদেশ দলের ইংল্যান্ড সফর) নিয়ে তাঁরা আলাপ করবেন। এখনো এর মধ্যে আছে। আনুষ্ঠানিকভাবে তাঁরা আমাদের কিছু জানাননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত