Ajker Patrika

গাছ পড়ল ট্রাকে, সড়কে জট

তিতাস প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৯
গাছ পড়ল ট্রাকে, সড়কে জট

তিতাসের গৌরীপুর-হোমনা সড়কে ট্রাকের (লরি) ধাক্কায় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক শতাধিক ছোট-বড় যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, গতকাল দুপুরে শিবপুর এলাকায় হোমনা থেকে গৌরীপুরগামী একটি লরির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি বিদ্যুতের খুঁটিসহ গাছটি লরির ওপর পড়ে যায়। লরি আটকা পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনা স্থলে আসে। কয়েক ঘণ্টা চেষ্টার ফলে গাছটি অপসারণ করে সড়কটি যানজট মুক্ত করে।

মৌটুপি গ্রামের জালাল খান বলেন, দুপুর বেলা একটি লরি গৌরীপুর যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিদ্যুতের খুঁটিসহ গাছটি লরির ওপর পড়ে গেলে সড়কের দু-পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ এসে গাছটি কেটে যানজট মুক্ত করে।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ‘সড়কে গাছ পড়ে যানজট লেগে আছে, এমন খবর পেয়ে ঘটনা স্থলে যাই। গিয়ে দেখি, একটি লরি গাছের সঙ্গে ধাক্কা লাগায় গাছটি লরির ওপর পড়ে গেলে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে লোক এনে গাছটি কেটে সড়কের ওপর থেকে অপসারণ করে যানজট মুক্ত করেছি।’

সড়ক ও জনপথ বিভাগের (গৌরীপুর আঞ্চলিক কার্যালয়) উপসহকারী প্রকৌশলী মো. আবু সালেহ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং আমাদের লোকবলের মাধ্যমে ভেঙে পড়া গাছটিকে অপসারণ করা হয়েছে। আর পুরোনো ও মরা গাছের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত