সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় খেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষকেরা। তবে উৎপাদন ভালো হলেও দাম নিয়ে হতাশায় ভুগছেন তাঁরা। অন্যদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
সাঁথিয়া কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবাদ হয়েছে অতিরিক্ত ৭৫০ হেক্টর বেশি জমিতে।
সাঁথিয়ার কৃষকেরা সাধারণত অক্টোবরে পেঁয়াজের বীজতলা তৈরি করেন। তখন জমি জলাবদ্ধ থাকায় কাদামাটির ওপর ছাই ব্যবহার করে বীজতলা করা হয়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রোপণ করা হয় পেঁয়াজ। এখন কৃষকেরা ফসল সংগ্রহে ভোরবেলাতেই মাঠে উপস্থিত হচ্ছেন। এই কাজে কৃষিশ্রমিকদের পাশাপাশি বাড়ির নারী ও শিশুরাও সাহায্য করছে। নারীরা গভীর রাত পর্যন্ত পেঁয়াজের অগ্রভাগ কাটায় ব্যস্ত থাকছেন।
উপজেলার কাশিনাথপুর ও বোয়াইলমারী বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে পেঁয়াজ ৭০০ থেকে ৮৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এই দামে হতাশ কৃষকেরা। তবে পেঁয়াজের দাম স্বাভাবিক হওয়ায় ক্রেতারা খুশি মনে কিনছেন।
সাতানির চর গ্রামের রওশন মণ্ডল জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ রোপণ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। সে তুলনায় দাম না পাওয়ায় লোকসানে পড়ছেন তাঁরা।
বোয়াইলমারী গ্রামের চাষি আমজাদ ক্ষোভের সঙ্গে বলেন, হাটে পাঁচ মণ পেঁয়াজ এনেছিলেন। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ৭৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। কিন্তু এক মণ পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। এখন ঋণের টাকা দিতে জায়গা-জমি বিক্রি করতে হবে।
সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম কমে আসায় তাঁরা খুশি হয়েছেন। এভাবে সব পণ্যের দাম কমে এলে দুই বেলা খেয়ে বাঁচতে পারবেন।
পেঁয়াজ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মৌসুমের সময় দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কম। উপজেলার সম্পন্ন কৃষকেরা বেশি দামের আশায় জমির পেঁয়াজ ঘরে সংরক্ষণ করছেন। তবে ছোট কৃষকেরা খরচ মেটাতে হাটে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী জানান, চলতি বছর পেঁয়াজের ভালো উৎপাদন হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সাধ্যমতো পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি না হলে কয়েকদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে পেঁয়াজ।
পাবনার সাঁথিয়ায় খেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষকেরা। তবে উৎপাদন ভালো হলেও দাম নিয়ে হতাশায় ভুগছেন তাঁরা। অন্যদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
সাঁথিয়া কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে আবাদ হয়েছে অতিরিক্ত ৭৫০ হেক্টর বেশি জমিতে।
সাঁথিয়ার কৃষকেরা সাধারণত অক্টোবরে পেঁয়াজের বীজতলা তৈরি করেন। তখন জমি জলাবদ্ধ থাকায় কাদামাটির ওপর ছাই ব্যবহার করে বীজতলা করা হয়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রোপণ করা হয় পেঁয়াজ। এখন কৃষকেরা ফসল সংগ্রহে ভোরবেলাতেই মাঠে উপস্থিত হচ্ছেন। এই কাজে কৃষিশ্রমিকদের পাশাপাশি বাড়ির নারী ও শিশুরাও সাহায্য করছে। নারীরা গভীর রাত পর্যন্ত পেঁয়াজের অগ্রভাগ কাটায় ব্যস্ত থাকছেন।
উপজেলার কাশিনাথপুর ও বোয়াইলমারী বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে পেঁয়াজ ৭০০ থেকে ৮৮০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এই দামে হতাশ কৃষকেরা। তবে পেঁয়াজের দাম স্বাভাবিক হওয়ায় ক্রেতারা খুশি মনে কিনছেন।
সাতানির চর গ্রামের রওশন মণ্ডল জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ রোপণ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। সে তুলনায় দাম না পাওয়ায় লোকসানে পড়ছেন তাঁরা।
বোয়াইলমারী গ্রামের চাষি আমজাদ ক্ষোভের সঙ্গে বলেন, হাটে পাঁচ মণ পেঁয়াজ এনেছিলেন। প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে ৭৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। কিন্তু এক মণ পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। এখন ঋণের টাকা দিতে জায়গা-জমি বিক্রি করতে হবে।
সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম কমে আসায় তাঁরা খুশি হয়েছেন। এভাবে সব পণ্যের দাম কমে এলে দুই বেলা খেয়ে বাঁচতে পারবেন।
পেঁয়াজ ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, মৌসুমের সময় দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারগুলোতে দেশি পেঁয়াজের দাম কম। উপজেলার সম্পন্ন কৃষকেরা বেশি দামের আশায় জমির পেঁয়াজ ঘরে সংরক্ষণ করছেন। তবে ছোট কৃষকেরা খরচ মেটাতে হাটে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী জানান, চলতি বছর পেঁয়াজের ভালো উৎপাদন হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের সাধ্যমতো পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি না হলে কয়েকদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে পেঁয়াজ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫