Ajker Patrika

সেতু নির্মাণের জন্য খালে বাঁধ সেচ-সংকটে বোরোচাষি

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১০: ২৫
সেতু নির্মাণের জন্য খালে বাঁধ সেচ-সংকটে বোরোচাষি

বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে ধামুরা-উজিরপুর খালের ওপর গার্ডার সেতু ৯ মাসের মধ্যে নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘ দেড় বছরেও নির্মিত হয়নি। সেতু নির্মাণে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন এলাকার বোরোচাষিরা।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আইবিআরপি প্রকল্পের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ অক্টোবর সেতু নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার ৯ মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতু নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মাণের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতুটি নির্মাণ শেষ হবে তা কেউ বলতে পাড়ছেন না।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই বছর আগে নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকায় চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন তাঁরা।

এ বিষয়ে মেসার্স রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত