Ajker Patrika

ঝড়ে লন্ডভন্ড ঘর, পলিথিনে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৬ মে ২০২২, ১৬: ৩২
ঝড়ে লন্ডভন্ড ঘর, পলিথিনে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা

সোলেমান আলী (৬৫)। কাজ করেন অন্যের জমিতে। সেই কাজ না থাকলে যখন যে কাজ পান তা করেই জীবিকা নির্বাহ করেন তিনি। গত শুক্রবারের ঝড়ে তাঁর বাড়ির চাল উড়ে গেছে। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তিনি। টিন কিনতে না পারায় বাজার থেকে পলিথিন কিনে বৃষ্টির পানি থেকে বাঁচার চেষ্টা করছেন তিনি।

সোলেমান আলী নওগাঁর নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের বিল সিংড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার রাতে ঘরে শুয়ে ছিলেন সোলেমান আলী। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ঝোড়ো বাতাস এসে ঘরের চালার সব টিন উড়ে নিয়ে যায়। পরে বৃষ্টি কমলে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেন তিনি। সকালে উঠে উড়ে যাওয়া টিন সংগ্রহ করলেও বেশির ভাগ টিন দুমড়ে-মুচড়ে যায়। এসব টিন ব্যবহারের অনুপযোগী হওয়ায় বাজার থেকে পলিথিন কিনে চাল ঢাকেন তিনি।

প্রতিবেশী আব্দুল মতিন বলেন, সোলেমান আলীর নিজের বাড়ি ছাড়া আর কোনো জমিজমা নেই। মানুষের জমিতে কাজ করেই তিন মেয়ে ও এক ছেলের বিয়ে দেন তিনি। তাঁর ছেলেটি পরিবার নিয়ে অন্যত্র থাকে। তাঁর কষ্টের জীবনে ঝড় সব লন্ডভন্ড করে দিয়েছে। সরকারের সহযোগিতা পেলে সোলেমান আলী আবার ঘুরে দাঁড়াবেন বলে জানান।

সোলেমান আলীর মেয়ে রেবেকা (৩০) বলেন, তাঁর মেয়েকে তিনি নিয়ে বাবার বাড়িতে থাকেন। ঘরের টিন উড়ে যাওয়ায় তাঁর বাবা খুব অসহায় হয়ে পড়েছেন।

সোলেমান আলী বলেন, ঘরের টিন উড়ে যাওয়ায় পলিথিন দিয়ে কোনো রকমে থাকার ব্যবস্থা করেছেন। এর মধ্যে আবার ঝোড়ো বাতাস বা বৃষ্টি হলে তাঁর মাথা গোঁজানোর আর জায়গা থাকবে না। তাই তিনি সাহায্য চেয়েছেন।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, ঝড়ে তাঁর ইউনিয়নের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সোলেমান আলীর বিষয়টি তাঁর জানা ছিল না। খুব দ্রুতই খোঁজখবর নেওয়া হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শুক্রবারের রাতের ঝড়ে বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে। সেই তালিকায় তাঁর নাম রাখার কথা বলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত