Ajker Patrika

খাসজমি বরাদ্দের দাবি ভূমিহীনদের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ৪৬
খাসজমি বরাদ্দের দাবি ভূমিহীনদের

কুড়িগ্রামের উলিপুরে খাসজমি বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীন ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ খেতমজুর সমিতি উলিপুর উপজেলা শাখা ও ভূমিহীন সমিতি হাতিয়া ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি হয়।

‘ভূমিহীনরা জোট বাঁধো-খাস জমি দখল কর, দাবি মোদের একটাই মাথা গোঁজার ঠাঁই চাই’ এই প্রতিপাদ্যে এই কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক ভূমিহীন ও মুক্তিযুদ্ধে একাধিক শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রশাসনের কাছে খাস জমির আবেদনসহ স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা খেতমজুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক বিশ্বজিৎ কুমার সিংহ বাপ্পা, উপজেলা বাসদের আহ্বায়ক সাঈদ আখতার আমিন, ফজলুল হক মেম্বার, ভূমিহীন ও শহীদ পরিবারের সদস্য সুলদার আলী, আছমা বেগম, সুকুর আলী প্রমুখ। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন প্রেসক্লাবের আহ্বায়ক লক্ষণ সেনগুপ্ত।

বক্তারা বলেন, প্রতিবছর উপজেলায় ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙনের কারণে হাজার হাজার মানুষ জমিজমা ও বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছেন। এসব মানুষ বাঁধের রাস্তায়, রেল লাইনের পাশে ও সরকারি রাস্তায় আশ্রয় নিলেও সেখান থেকে তাঁদের উচ্ছেদ করে দেওয়ার কারণে তাঁরা মানবেতর জীবন যাপন করছে। অথচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শত শত একর সরকারি খাস জমি এলাকার প্রভাবশালীরা ভোগ দখল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত