Ajker Patrika

মুরাদনগরে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ২০
মুরাদনগরে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মুরাদনগরে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন।

এ সময় ১৬৪ জন অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র দেওয়া হয়। বিতরণের উদ্বোধন করেন গণপূর্ত পেকু সার্কেল, ঢাকার সহকারী প্রকৌশলী (সিভিল) আলী আকবর সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

বিশেষ অতিথি ছিলেন ব্যানহাম ফার্মা লিমিটেডের চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ সরকার, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘স্বপ্নতরী একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। গত এক বছর ধরে এর পথচলা। এটি গ্রামের একদল তরুণদের নিয়ে গঠিত এবং গ্রামের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

গণপূর্ত পেকু সার্কেল, ঢাকার সহকারী প্রকৌশলী (সিভিল) আলী আকবর সরকার বলেন, ‘গ্রামের দুস্থদের সাহায্য করার এই মহৎ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত