Ajker Patrika

জমি দখলের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪: ৩৩
জমি দখলের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লালু ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত শনিবার রাতে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকার পত্নীপাড়া গ্রামের জাহেরুল ইসলামের ভোগদখলীয় জমি ভাড়াটে লোকজন নিয়ে দখল করেন লালু ও তাঁর ভাইয়েরা। জমি দখলে বাধা দিতে গেলে চরম মারধরের শিকার হন ভুক্তভোগীরা। এতে আহত জাহেরুল তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ওই ঘটনায় জাহেরুলের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জের পত্নীপাড়া গ্রামের সোহরাব আলীর চার ছেলে তারা মিয়া, বাবুল আক্তার, মোস্তফা, নুরুল ইসলাম লালুসহ ১৮ জন ও অজ্ঞাত ১০০জনের নামে থানায় এজাহার করেছেন।

বাদী নাজমুল বলেন, গভীর রাতে ভাড়াটে লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে জবরদখল করতে জমিতে অবস্থান নেন লালুরা চার ভাইসহ ভাড়াটে লোক। অস্ত্রশস্ত্র দিয়ে ভয়ভীতি দেখান তাঁরা। বাধা দিতে গেলে মারধর করে জোরজবরদস্তি করে জমিতে দুটি টিনের ছাপরা তোলেন তাঁরা। উপায়ান্তর না পেয়ে ৯৯৯ নম্বরে পুলিশে ফোন দিলে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি দখলে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালে চিকিৎসাধীন জাহেরুল ইসলাম বলেন, ‘জমিটি আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু লালু ও তাঁর ভাইয়েরা খতিয়ান বলে জমিটি তাঁদের দাবি করছে। এ নিয়ে আদালতে মামলা করে রায় পেয়েছি। এরপরও তারা দখল করে নেয়।’

গ্রেপ্তারের আগে এসব অস্বীকার করে নুরুল ইসলাম লালু বলেন, ‘জমিটা আমাদের। তারা অবৈধভাবে দখল করে ভোগদখলে ছিল। তাই দখলে নিয়েছি।’

এ বিষয়ে থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, ‘নুরুল ইসলাম লালু এজাহারভুক্ত আসামি। তিনি গত শনিবার গভীর রাতে অবৈধভাবে জমি দখলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত