Ajker Patrika

সাঘাটায় আলু নিয়ে কৃষকের দুশ্চিন্তা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
সাঘাটায় আলু নিয়ে কৃষকের দুশ্চিন্তা

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টির পানি জমে নষ্ট হয়েছে আলুখেত। এ অবস্থায় দুশ্চিন্তা আর হতাশায় পড়েছেন আলুচাষিরা। তবে সাঘাটা উপজেলা কৃষি বিভাগের মতে, বৈরী আবহাওয়ায় রবি ফসলের তেমন ক্ষতি হয়নি, ফসল রক্ষায় কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবার আলু, মরিচসহ বিভিন্ন রবি ফসল চাষ করেছেন কৃষক। কিন্তু তীব্র শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশা নষ্ট হয়েছে এসব ফসলের খেত। কয়েক দফা কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। আলু, মরিচ ও বেগুন পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানান তাঁরা। এ ছাড়া গেল মৌসুমে ধানের ন্যায্যমূল্য না পেয়ে এবার আশা নিয়ে শত শত বিঘা জমিতে আলু চাষ করেন কৃষক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘ধানের ন্যায্যমূল্য পাইনি। তাই আলু চাষ করছি। তবে শীতে আলুগাছ মরে গেছে। তাই চিন্তার মধ্যে আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাদিকুজ্জামান জানান, চলতি মৌসুমে ২৬৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ইতিমধ্যে ২১০ হেক্টর জমির আলু উত্তোলন হয়েছে। কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে, জমি থেকে পানি বের করে দেওয়া এবং স্প্রে ছিটানোর জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

মামুনের কথা অসংগতিপূর্ণ, আরও জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

অভিযোগ প্রমাণিত হলে ডাকসু নির্বাচনের ফলাফল স্থগিতের দাবি সাদা দলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত