Ajker Patrika

‘গণমাধ্যমকর্মী আইন প্রণয়ন হচ্ছে ’

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০৮
‘গণমাধ্যমকর্মী আইন প্রণয়ন হচ্ছে ’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, পেশাদার সাংবাদিকদের জন্য গণমাধ্যমকর্মী আইন প্রণয়নের কাজ চলছে। এই আইনটি প্রণয়ন হলে নিয়োগপত্র ছাড়া কোনো সাংবাদিক থাকবে না। এতে করে অখ্যাত সংবাদমাধ্যম এমনিতেই বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘পেশাদার সাংবাদিকেরা নিজেদের সুরক্ষা, নিরাপত্তা ও মর্যাদা ফিরে পাবে। এ জন্য প্রেসক্লাবগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পেশাগত কাজে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন করা হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বিএফইউজে সব সময় সাংবাদিকদের সঙ্গে থাকবে।’

গত বুধবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বুলবুল এসব কথা বলেন।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএফইউজের সভাপতি মো. ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল ইসলাম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত