Ajker Patrika

কবর জিয়ারতে যে দোয়া পড়বেন

মুফতি ইশমাম আহমেদ
কবর জিয়ারতে যে দোয়া পড়বেন

কবর জিয়ারত করা মহানবী (সা.)-এর সুন্নত। পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এটি। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ করা হয়েছিল। পরে আবার এর অনুমতি দেওয়া হয়। হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে কবর জিয়ারত করো। কারণ তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (ইবনে মাজাহ: ১৫৭১)

কবর জিয়ারত করতে গেলে প্রথমে এই দোয়াটি পড়া চাই—‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আ-সার।’ অর্থ: ‘হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি।’

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেছেন।’ (তিরমিজি: ১০৫৩)

অন্য এক হাদিসে এসেছে, একবার রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তির কবর জিয়ারতে গিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন।’ অর্থ: ‘এই গৃহবাসী বিশ্বাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশা আল্লাহ আমরা তোমাদের সঙ্গে মিলিত হবো। (মুসলিম: ২৪৯)

এরপর অন্যান্য দরুদ শরিফ, সুরা ফাতিহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি ও অন্য যেকোনো সুরা পাঠ করবেন, সেই সবের সওয়াব কবরবাসীর আমলনামায় যোগ করার নিয়ত করবেন এবং তাঁদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করবেন। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত