Ajker Patrika

সেচপাম্পের লাইসেন্স দিতে অর্থ নেওয়ার অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সেচপাম্পের লাইসেন্স দিতে অর্থ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সেচপাম্পের লাইসেন্স দেওয়ার জন্য অর্থ গ্রহণ এবং কৃষক হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ২৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে দুই কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী খাইরুল আলম সেচপাম্পের লাইসেন্স দেওয়ার জন্য উপজেলার হরসুয়া গ্রামের কৃষক গোপাল চন্দ্র রায়ের কাছে দুই লক্ষাধিক টাকা দাবি করেন। গোপাল ২০২১ সালের ১৮ জানুয়ারি ১ লাখ টাকা দিয়ে ওই লাইসেন্স নেন। পরে তিনি নীতিমালা অনুযায়ী সেচপাম্প স্থাপন করে সেচের মাধ্যমে চাষাবাদ করে আসছেন। সহকারী প্রকৌশলী খাইরুল আলম তাঁর দাবি করা বাকি টাকার জন্য গোপালকে কার্যালয়ে আসতে বলেন। এ সময় তাঁকে বাকি টাকার জন্য চাপ দেন। তিনি টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে তাঁকে গালিগালাজ করে সেচপাম্প বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কার্যালয় থেকে তাড়িয়ে দেন। পরে ১৭ নভেম্বর সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন ও সাত কার্যদিবসের মধ্যে সেচপাম্প বন্ধ করার বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা কার্যালয়ে থেকে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে ঘিডোব গ্রামের কিষানি তৃপ্তি রানী বলেন, ‘কোনো কারণ ছাড়াই বরেন্দ্র সহকারী প্রকৌশলী আমার সেচপাম্পের পাশে আরও একটি সোলার প্যানেল গভীর নলকূপ স্থাপন করেছেন। বরেন্দ্র সহকারী প্রকৌশলী আমাকে সেচপাম্পটি অন্যত্র সরানোর জন্য চাপ দেন। বাধ্য হয়ে ২৭ নভেম্বর সেচপাম্পটি অন্যত্র সরিয়ে নিয়েছি।’

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খাইরুল আলম মোবাইল ফোনে বলেন, ‘এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’

ইউএনও শাহরিয়ার নজির বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত