Ajker Patrika

আলুতে স্বপ্ন বুনছেন কৃষক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
আলুতে স্বপ্ন বুনছেন কৃষক

জয়পুরহাটের কালাইয়ে আলু রোপণে ব্যস্ত সময় কাটছে চাষিদের। এবার চড়া দামে সার ও বীজ কেনার পরও এই আলু চাষেই আগামী দিনের স্বপ্ন বুনছেন তাঁরা।

কৃষকেরা জানান, আলুর ভালো দাম না পেলে এই পেশা থেকে বিমুখ হয়ে পড়বেন তাঁরা।

কয়েক দিনের মধ্যে উপজেলায় আলু রোপণ শেষ হবে। তা ছাড়া তেলের দাম বাড়ায় নতুন করে বৃদ্ধি পেয়েছে জমিতে হাল চাষের খরচ। এত কিছুর পরও বাম্পার ফলনের আশায় এখন তাঁরা আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। কেউ আলু রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, আবার কেউ জমিতে সেচ দিচ্ছেন।

উপজেলার পুনট পূর্বপাড়ার আলুচাষি মশিউর রহমান বলেন, এবার আলু চাষে খরচ খুব বেশি পড়ছে। কেননা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সার ও বীজ কিনতে হয়েছে চড়া দামে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য খরচও বেশি পড়ছে।

পাঁচগ্রামের চাষি শফিকুল ইসলাম বলেন, ‘এ বছর ৩ বিঘা জমিতে আলু রোপণ করেছি। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি ৫ হাজার টাকা বেশি খরচ গুনতে হচ্ছে। এত কিছুর পরও লাভের আশায় আলু রোপণ করেছি। তবে আলুর ভালো দাম না পেলে আমরা এই পেশা থেকে বিমুখ হয়ে পড়ব।’

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ১০০ হেক্টর জমি। লক্ষ্য অর্জনে কৃষকেরা এবার উন্নত জাতের এবং দেশি জাতের আলু চাষ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, কৃষকদের সচেতনতা বাড়াতে উপজেলাতে উঠান বৈঠক, মাঠসভা, প্রচারপত্র বিলি করা হচ্ছে। এখন আবহাওয়া বেশ ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকলে এবারও উপজেলায় আলুর বাম্পার ফলন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত