Ajker Patrika

ফুলচাষি-ব্যবসায়ীদের প্রতিবাদ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ০০
ফুলচাষি-ব্যবসায়ীদের প্রতিবাদ

বাংলাদেশে ফ্লাওয়ার সোসাইটির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে যশোরের ঝিকরগাছায় প্রতিবাদ সমাবেশ করেছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পানিসারা বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্র প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা করা হয়।

ফুলচাষি ও শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশে ফ্লাওয়ার সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহিম।

আব্দুর রহিম বলেন, ‘সম্ভাবনাময় ফুল খাত ধ্বংস করতে গত ২৩ জানুয়ারি রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ফ্লাওয়ার সোসাইটির কার্যনির্বাহী পরিষদের যে কমিটি গঠন করা হয়েছে, তা অনিয়মতান্ত্রিক, গঠনতন্ত্র পরিপন্থী, হঠকারিতা ও ষড়যন্ত্রমূলক। ফ্লাওয়ার সোসাইটির একটি অংশের গঠন করা এ কমিটি কখনো ফুলচাষিদের কল্যাণ বয়ে আনবে না। তাই এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মীর বাবরজান বরুন বলেন, ‘পরিকল্পিতভাবে ফুল খাত ধ্বংস করতে, বিশেষ করে গদখালী অঞ্চলের ফুলচাষি ও ব্যবসায়ীদের কুক্ষিগত করতে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত এ কমিটিকে অবৈধ ঘোষণা করছি।’

ফুল ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ‘অবৈধ কমিটি অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করে নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করতে হবে।’

ফুল ব্যবসায়ী ও সোসাইটির নেতা রনি আহমেদ বলেন, ‘অবৈধ এ কমিটি গঠনের মাধ্যমে যশোরের ফুল উৎপাদন শেষ করে দেওয়ার পাঁয়তারা চলছে।’

ফুলচাষি শের আলী বলেন, ‘ফুলচাষিদের নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা মেনে নেব না। সোসাইটির কিছু লোকজন অনিয়মের মাধ্যমে যে কমিটি করেছেন, তা মানি না, মানব না।’

সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘গদখালী ফুলের আঁতুড় ঘর, ফুলের রাজধানী এ নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। আমাদের পাশ কাটিয়ে অবৈধভাবে কমিটিকে মানি না। প্রয়োজনে দুর্বার আন্দোলন হবে।’

আরও বক্তব্য দেন ফুলচাষি শাহিন আহম্মেদ, সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মুকুল, শাহিনুল ইসলাম, আমানুল্লাহ ফারুক প্রমুখ।

সভাপতির বক্তব্যে আতাউর রহমান বলেন, ‘আমরা যখন গদখালীতে ফুল প্রক্রিয়াজাতকরণ ও হিমাগার চালুর দাবিতে আন্দোলন করছি, তখন আমাদের বাদ দিয়ে অবৈধ কমিটি করে আন্দোলনকে থমকে দেওয়া হচ্ছে।’

প্রতিবাদ সমাবেশে অবৈধ কমিটি গঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত